শিশুর দুধদাঁতের যত্ন
দুধদাঁত তো এমনিতেই পড়ে যাবে, এটা স্থায়ী দাঁত নয়; তাই এর যত্ন দরকার নেই—এই ধারণাটা একেবারেই ভুল। কেননা দুধদাঁতের শিকড়ে প্রদাহ বা ক্ষয় পরবর্তী জীবনে স্থায়ী দাঁতের স্বাস্থ্যেও প্রভাব ফেলে। তা ছাড়া দুধদাঁতের গভীরে সমস্যা হলে স্থায়ী দাঁতগুলো অস্থানে ও অসময়ে গজায়। তাই দুধদাঁতেরও চাই সঠিক যত্নআত্তি। -সাধারণত ছয় মাস বয়সে দুধদাঁত গজাতে শুরু করে। এ সময় শিশু যা কিছু পায়, তা-ই কামড়াতে চেষ্টা করে। তাই শিশুর হাতের নাগালে নোংরা ও অস্বাস্থ্যকর কিছু রাখবেন না। কামড়ানোর জন্য পরিষ্কার কিছু...
Posted Under : Health News
Viewed#: 38
আরও দেখুন.

